হাত-পা জ্বালাপোড়া

হাত-পা জ্বালাপোড়া কারণ কি?
হাত-পা জ্বালাপোড়ার কারণ ও প্রতিকার
কারণসমূহ :
১. স্নায়ুর সমস্যা (নিউরোপ্যাথি) :
- ডায়াবেটিস : রক্তে সুগার বেশি থাকলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় (ডায়াবেটিক নিউরোপ্যাথি)।
- ভিটামিনের ঘাটতি : বিশেষত B1, B6, B12, বা ই ভিটামিনের অভাবে।
- অ্যালকোহল : অতিরিক্ত মদ্যপান স্নায়ুর ক্ষতি করে।
২. রক্ত সঞ্চালনজনিত সমস্যা :
- পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD) : রক্তনালী সংকুচিত হলে হাত-পায়ে রক্ত প্রবাহ কমে জ্বালাপোড়া হয়।
- রক্ত জমাট বাঁধা (DVT) : পায়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে।
৩. চর্ম বা সংক্রমণ :
- ফাঙ্গাল ইনফেকশন (পায়ের আঙুলে খোসপাঁচড়া)।
- একজিমা বা সোরিয়াসিস।
৪. অন্যান্য কারণ :
- থাইরয়েড সমস্যা (হাইপোথাইরয়েডিজম)।
- গর্ভাবস্থা : হরমোনের পরিবর্তন ও পায়ে চাপ বৃদ্ধি।
- মানসিক চাপ বা Anxiety।
প্রতিকার ও চিকিৎসা :
১. ঘরোয়া উপায় :
- ঠাণ্ডা সেঁক : বরফ বা ঠাণ্ডা পানিতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট।
- অ্যাপেল সিডার ভিনেগার : ১ চামচ ভিনেগার + ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করুন (দিনে ১ বার)।
- হলুদ দুধ : ১ চিমচ হলুদ + গরম দুধ – প্রদাহ কমায়।
২. জীবনযাত্রার পরিবর্তন :
- পানি বেশি পান করুন (দিনে ২-৩ লিটার)।
- সুগার কন্ট্রোল : ডায়াবেটিস থাকলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করুন।
- আরামদায়ক জুতা পরুন : টাইট জুতা বা হাই হিল এড়িয়ে চলুন।
৩. ব্যায়াম ও ম্যাসাজ :
- পায়ের ব্যায়াম : পায়ের আঙুল নাড়াচাড়া করুন, হাঁটুন।
- নারকেল তেল দিয়ে ম্যাসাজ : রক্ত সঞ্চালন বাড়ায়।
কখন ডাক্তার দেখাবেন?
- জ্বালাপোড়া ২ সপ্তাহের বেশি স্থায়ী হলে।
- পা ফুলে গেলে বা লাল হয়ে গেলে।
- কমজোরি বা ভারসাম্য হারালে (স্নায়ুর গুরুতর ক্ষতির লক্ষণ)।
মনে রাখুন : কারণ জানতে রক্ত পরীক্ষা (CBC, Thyroid, Vitamin B12), EMG (স্নায়ু টেস্ট) বা ডপলার আল্ট্রাসাউন্ড করা হতে পারে। সঠিক চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব!
আরও পড়ুন
Contact
Phone
+8801909-786565
drfyety@gmail.com
Address
Sadar, Jashore
Copyright © 2025 Dr. Farzana Yeasmin Ety | Powered by Dr. Farzana Yeasmin Ety