মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যা

মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যা কি?
মহিলাদের বন্ধ্যাত্ব (Infertility) বলতে সাধারণত ১২ মাস বা তার বেশি সময় ধরে নিয়মিত unprotected intercourse (গর্ভনিরোধক ছাড়া মিলন) করার পরও গর্ভধারণে অক্ষমতাকে বোঝায়। প্রায় ১০-১৫% দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন, যার মধ্যে পুরুষ ও নারী উভয়ের কারণই থাকতে পারে।
মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণসমূহ :
১. ডিম্বাণু উৎপাদন বা ovulation সংক্রান্ত সমস্যা (Ovulatory Disorders)
- পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS) : হরমোনের ভারসাম্যহীনতার কারণে ডিম্বস্ফোটন (ovulation) ব্যাহত হয়।
- প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউর (POF) : ৪০ বছরের আগে ডিম্বাশয়ের কার্যকারিতা হ্রাস পাওয়া।
- হাইপোথ্যালামিক ডিসফাংশন : অতিরিক্ত স্ট্রেস, ওজন হ্রাস বা ব্যায়ামের কারণে হরমোন নিঃসরণে সমস্যা।
- থাইরয়েড সমস্যা (হাইপো/হাইপারথাইরয়েডিজম) : থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতা ovulation-এ বাধা দেয়।
২. ফ্যালোপিয়ান টিউব বা জরায়ু সংক্রান্ত সমস্যা (Tubal/Uterine Factors)
- ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকা : Pelvic Inflammatory Disease (PID), endometriosis বা যৌনবাহিত সংক্রমণ (STIs) যেমন ক্ল্যামাইডিয়ার কারণে টিউব damaged বা বন্ধ হতে পারে।
- জরায়ুতে ফাইব্রয়েড বা পলিপ : গর্ভধারণে বাধা দেয় বা ভ্রূণ implantation-এ সমস্যা করে।
- এন্ডোমেট্রিওসিস : জরায়ুর বাইরে এন্ডোমেট্রিয়াল টিস্যু বৃদ্ধি পেয়ে ডিম্বাণু ও টিউবের কার্যকারিতা নষ্ট করে।
৩. সার্ভিকাল বা জরায়ুর গ্রীবা সংক্রান্ত সমস্যা (Cervical Factors)
- সার্ভিকাল মিউকাসের অস্বাভাবিকতা : শুক্রাণু জরায়ুতে প্রবেশে বাধা দেয়।
- সার্ভিকাল স্টেনোসিস (জরায়ুর মুখ সংকীর্ণ হওয়া) : সার্জারি বা ইনফেকশনের কারণে হতে পারে।
৪. বয়স সম্পর্কিত কারণ (Age-Related Factors)
- ৩৫ বছরের পর ডিম্বাণুর গুণগত ও সংখ্যাগত হ্রাস : গর্ভধারণের সম্ভাবনা কমে যায় এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ে।
৫. অন্যান্য কারণ
- অটোইমিউন ডিজঅর্ডার : শরীরের ইমিউন সিস্টেম ভুল করে reproductive tissues-কে আক্রমণ করতে পারে।
- ক্রনিক ডিজিজ : ডায়াবেটিস, কিডনি রোগ বা ক্যান্সার চিকিৎসা (কেমো/রেডিওথেরাপি)।
- লাইফস্টাইল ফ্যাক্টর :
- ধূমপান ও অ্যালকোহল : ডিম্বাণুর quality কমায়।
- স্থূলতা বা কম ওজন : হরমোনাল imbalance ঘটায়।
- মানসিক চাপ : ovulation-এ প্রভাব ফেলে।
রোগ নির্ণয় (Diagnosis) :
- হরমোন টেস্ট (FSH, LH, Prolactin, TSH)
- অভুলেশন মনিটরিং (প্রজেস্টেরন লেভেল)
- HSG (হিস্টেরোসালপিংগ্রাম) : ফ্যালোপিয়ান টিউব খোলা আছে কিনা দেখা।
- ল্যাপারোস্কোপি : এন্ডোমেট্রিওসিস বা pelvic adhesions চেক করতে।
চিকিৎসা (Treatment) :
- ঔষধ : ovulation stimulate করতে।
- সার্জারি : ফাইব্রয়েড, পলিপ বা বন্ধ টিউব খোলার জন্য।
বন্ধ্যাত্বের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই সফল গর্ভধারণ সম্ভব।
আরও পড়ুন
Contact
Phone
+8801909-786565
drfyety@gmail.com
Address
Sadar, Jashore
Copyright © 2025 Dr. Farzana Yeasmin Ety | Powered by Dr. Farzana Yeasmin Ety