Dr Farzana Yeasmin ety

About

About - Dr. Farzana Yeasmin Ety
About

ডা: ফারজানা ইয়াসমিন ইতি একজন দক্ষ ও নিবেদিত ন্যাচারাল ফিজিশিয়ান, যিনি পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে ৩+ বছর ধরে অভিজ্ঞতার সাথে সেবা দিয়ে আসছেন। তাঁহার ন্যাচারাল ট্রিটমেন্ট প্রতি গভীর আগ্রহ । তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া, বাংলাদেশ হতে ডিপার্টমেন্ট অব বায়োটেকনলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মাস্টার অফ সায়েন্স (M.Sc) এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে বি.ইউ.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বারডেম জেনারেল হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক এবং ঢাকা শিশু হাসপাতাল থেকে মা-শিশু ও নবজাতক উপর বিশেষ চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর পর গাইনোকোলজী বিভাগে (Knowledge on contraception among the female : A descriptive cross-sectional study)-তে মহিলাদের উপর রিসার্চ করেন।

তিনি ন্যাচারাল ট্রিটমেন্ট পদ্ধতিতে সুনামের সাথে রোগীদের সুস্থ্যতা অর্জন করে আসছেন। তাঁহার চিকিৎসা পদ্ধতিতে রোগের মূল কারণ খুঁজে বের করে তা দূর করার মাধ্যমে কার্যকর ও স্থায়ী আরোগ্য নিশ্চিত করা। তিনি রোগীদের সাথে আন্তরিকতা ও যত্নের সাথে কাউন্সিলিং করে থাকেন, যাতে রোগীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্যতার সাথে জীবনযাপন করতে পারেন।

ডা: ফারজানা ইয়াসমিন ইতি-এর লক্ষ্য হল কিশোরী, নারী, মহিলাদের বিভিন্ন প্রকার স্ত্রীরোগের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। তাদেরকে গোপনীয় রোগ সমূহ লজ্জায় অবহেলা না করে রোগ প্রতিরোধ ও সুস্থ্য জীবনযাপনের পরামর্শ দেওয়া । এছাড়াও প্রসুতি মা-এর শারীরিক ও মানসিক সমস্যা সমূহ কাউন্সিলিং ও পরামর্শ প্রদান করা । নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে মায়েদের তাৎক্ষনিক করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে নবজাতক ও শিশু মৃত্যুর হার কমে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও বহুল প্রতারণায় স্বীকার পুরুষদের বিভিন্ন শারীরিক অক্ষমতা ও যৌনরোগের কার্যকর এবং স্থায়ী ট্রিটমেন্ট করা। 

পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তিদের ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা। তাঁহার কাছে ট্রিটমেন্ট অথবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন।

About - Dr. Farzana Yeasmin Ety

My goal is to keep everyone healthy & Disease-free life, Inshaallah!

Contact

Phone

+8801909-786565

Email

drfyety@gmail.com

Address

Sadar, Jashore

Copyright © 2025 Dr. Farzana Yeasmin Ety | Powered by Dr. Farzana Yeasmin Ety